শেকড়ে জড়িয়ে বেড়ে ওঠে বিভ্রম
নতুন সমস্তের ফাঁক গলে
সেই উইয়ে ঢিপিতে
শেকড় জড়িয়ে ধরে


চোখে চোখ রাখা
সেই সব বিকেল অনুরাগে
হাসি কান্নার মুক্তো ঝরে
গভীর সন্ধ্যার পূর্ণিমা সুর ওঠে


আবহমান সেই সব বন্ধন ছেড়ে
অনধিকার আশ্রয়ে ফিরে যেতে চাই না
এই আমার অনাদি জীবন্তিকা
শেকড় সম্ভাবনা।