সকলেই তার শিশুবেলায়
ছড়া কবিতা পড়ে
ছন্দে ছন্দে সুরে সুরে
বড়দের তান ধরে।


তাতেই সবার শিক্ষা শুরু
ছড়ায় বুদ্ধি আলো
ছড়ার সাথে পড়ার পড়া
গড়ে জীবন ভালো।


সেই ভালোটা সবাই ভোলে
বড় হয়ে গেলে
ছড়া কবিতা ছন্দ জীবন
ছাড়ে অবহেলে।


নিত্যদিনের কাজে কর্মে
শিশুবেলার সবই
যায় ভুলে তার শিশু মনের
ছন্দে ভরা ছবি।


সেই ছড়া আর ছন্দ লেখা
দেখলে এমন কবি
টোন কাটে আর উপহাসে
ভাবে কার্টুন ছবি।


ওরে ও ভাই কবিতা পড়ো
মনকে করো ভালো
তোমার শিশু মনের সাথে
পাবে জগৎ আলো।