মাঠের ধারে বিলের জলে
বিকেলবেলা খেলার ছলে
একসাথে তিনজনে মিলে
নৌকা ভাসাই আনন্দ উচ্ছলে।


হাতের ঠেলায় ঢেউ তুলে
পাঠাই নৌকা হেলে দুলে
পাড়ি দেওয়া ভাসছে মন
উঠছি হেসে অকারণ।


ভাঁজের পরে ভাঁজ দিয়ে
সুদূর যাওয়ার ইচ্ছে নিয়ে
নৌকা গড়ি শিশুমন
এই তো আমরা তিনজন।


কাগজের এ নৌকা খানি
মুক্ত হাওয়ার আকাশ আনি
করছে শুধু শিশুকালের গল্প
এই তো জীবন অল্প অল্প।