শীতের সকাল কুয়াশায় ঢাকা
যাচ্ছে না দেখা কিছু
বিছানা ছেড়েছি বেরিয়ে পড়েছি
নিয়েছি কাজের পিছু।


বইছে বাতাস ধরছে কাঁপন
পড়ছে শিশির ঘাসে
হলুদ গাঁদার নানান বাহার
চোখের সামনে ভাসে।


কোনদিকে আছে আকাশের আলো
খু়ঁজতে রাখছি চোখ
যতটুকু দেখি দেখতে না পাই
কোন রকমের লোক।


মাঝে মাঝে শুনি টুপ টুপ টুপ
জীবন রয়েছে জেগে
কাছাকাছি মুখ দূর অসীমের
মনে শুধু থাকে লেগে।


শীত কাঁপনের গরম তাপের
সকাল জাগায় আশা
পূব আকাশের দিকে চেয়ে দেখি
ছড়ায় সে ভালোবাসা।