শীতকালে পায় কষ্ট বেশি
গরীব মানুষ গুলো
দর্মা বেড়ার কুঁড়ে ঘরে
নেই যাদের চালচুলো।


ঠাণ্ডা বাতাস বইতে থাকে
ঢোকে বেড়া ফাঁকে
গরীব দুঃখী ছেঁড়া কাঁথায়
শরীর টুকু ঢাকে।


দিনের বেলায় এদিক ওদিক
থাকে রোদের তাপে
শীতের রাতে গরম খোঁজে
থরথর করে কাঁপে।


গরম জামা লেপ ও কম্বল
পায় না ওরা কিছু
শীতের কষ্ট ওদের সাথে
নিয়েছে তাই পিছু।


অসহায় এই মানুষ গুলো
একটু করে আশা
শীতের দিনে সবার থেকে
চাইছে ভালোবাসা।