শীতকালে ভোরবেলা
শিশিরের হয় খেলা
কুয়াশায় ভরে আছে
অলি গলি দূরে কাছে।


চারিদিকে শীত ছোঁয়া
যেন মনে হয় ধোঁয়া,
বাঁক কাঁধে রস হাঁড়ি
এসে যায় বাড়ি বাড়ি।


শির শিরে বায়ূ বয়
পশু পাখি চুপ রয়,
কত লোকে নিরুপায়
কাঁথা ছেড়ে কাজে যায়।


পূবে সকালের রবি
আধো ছায়া আঁকে ছবি,
পরে যেই আলো ফোটে
সারা পাড়া জেগে ওঠে।