শ্রম ছাড়া ভবিষ্যৎ হয় কি নির্মাণ?
শ্রমিকের ভূমিকাই সেখানে প্রধান,
বিন্দু বিন্দু ঘামে রক্তে গড়ে ইমারত
শ্রমিকেরা থাকে তবু শূন্য মতামত।
শ্রম দিবসে সে কথা বার বার ওঠে
মুনাফার সিংহভাগ মালিকেরা লোটে,
বস্তিতে রুগ্ন শ্রমিক কাজ আছে, নাই
মজুরি হিসেবে করে বাঁচার লড়াই।


তবুও তো পয়লা মে ঘোষিত ছুটিতে
নব উদ্যমে আবার সভ্যতা মাটিতে,
বার বার শক্ত ভিত গড়ে তোলে যারা
শ্রম আছে তবু তারা কেন কর্মহারা?
ওই দাঁড়িয়ে রাস্তায় কোদাল শাবল
মে দিবসে কাজ হোক পূর্ণ মনোবল।