দিন যায় কথা থাকে, কি ভাবছো ভাই?
কেন বলো এত কথা? মনের বালাই!
ক্ষোভ ব্যথা দুঃখ রাগ সংযত জীবন
সুখের আশ্রয় লোভ মোহ অন্বেষণ।


প্রতি ক্ষণ গত হয় এগিয়ে চলার
কাজ সব মাপা হয় তোমার কথার,
এমন কথায় রাঙা রাঙানো সকাল
মুষ্টিবদ্ধ করে রাখে এই মহাকাল।


ভালো ভালো কথা সব শোনে লোক জন
কাজে কর্মে আসে শান্তি কে কার আপন,
কথার শুকনো চিড়ে ভেজে কথা বলে
কথার নানান রীতি এ সংসারে চলে।


লুকিয়ে কথার ঝাঁপি সত্য মিথ্যা জ্ঞান
জাগৃতি মোহন বাঁশি করে শুধু ধ্যান,
কত কথা রয়ে গেছে অনন্ত আলোকে
পৃথিবী সাজানো তাই যুগের মোড়কে।


কথার একটু ফাঁকে কথা পারাপার
দেয় না কোন সুযোগ ফিরে আরবার,
তবু হৃদয়ের কথা মনে জাগে আশা
এ পৃথিবী লিখে রাখে শুধু ভালোবাসা।