সহ্যের সীমায়
কিছু ইস্পাত কঠিন থাকে
তাকে অতিক্রম
ভেঙে চুরে ছড়িয়ে পড়লে
কঠিন তার দায় নেয় না।


স্থিতিস্থাপকের বিন্যাসে অদল বদল
সমাজ সৃষ্টির নিয়মকানুন
তাকে মেনে নেওয়া
কখনই বশ্যতা নয়,


অথচ তাকে মাড়িয়ে যেতে
তোমার কাঠিন্য বিস্তৃত হয়
সহ্য তার মাত্রা ছাড়িয়ে যায়।


উপযুক্তের কোল ঘেঁষে
কিছু প্রেমরাগ মিশিয়ে নিলে
তখন সবই আকাশের মত অগাধ।