স্মরণ তো সবই আছে, যায় না ভোলা কোন কিছু
তোমাদের অপ্রয়োজন কিন্তু আমার ছাড়ছে না পিছু।


সেই যে সেই মাঠের খেলায় সাজা দিয়েছিল দুষ্টুমি
সাবধান বোঝাচ্ছিল মা বাবা আর সম্পর্কের বোষ্টুমি,
পুকুর জুড়ে ডুব সাঁতারে কাদা মাখামাখি পড়ে আছে
দল বেঁধে সব গোল্লাছুট আমাকে কোদাল দিয়ে চাঁছে;


উঠোনে শুধু কাদার গন্ধ লুটোপুটি খাওয়া দিনগুলি
আজকের দাঁড়ানো আমার সেই জীবনের চরণধূলি।