ছেড়ে দেওয়া আর ছেড়ে চলে যাওয়া
অনেক বৈচিত্রের


মায়ের জন্য মন কেমন
বাবা বসেছে দুয়ার জুড়ে
দাদা দিদি হাত নাড়ছে পথ এগিয়ে
ওপাড়া এখনও আমাদের জানা শোনা
এপাড়ায় আজও সকাল সন্ধে বৃষ্টি


গাছেদের কাটা পড়া দেওয়ালে
না মানুষের চিহ্ন
পোড়া গন্ধে ছয়লাপ দিগন্ত


আজ আমি সত্যি বলছি
স্মৃতি ছেড়ে আর যাব না।