যেমন খুশি নাচতে পারি গাইতে পারি
ইচ্ছে মতন আঁকতে পারি লিখতে পারি,
বলতে পারি শুনতে পারি দেখতে পারি
ভাবতে চাইলে যখন তখন ভাবতে পারি।
দুঃখে যেমন দুঃখ পাই সুখেও পাই সুখ
হাসতে পারি কাঁদতে পারি ইচ্ছেমত মুখ
শিক্ষা আমি শিখতে পারি বুঝি আমি সব
সবার মত একই আমি মানুষ কলরব।


তবু কেন আমাকে বন্দী করে রাখো
মেয়ে বলে কেন সমাজ সাঁকো?