সহ্য করতে শিখে গেছি,
        ভয় পাই না প্রাকৃতিক
দুঃখ ভাণ্ডার ডেকে এনেছি,
           বাকী সবই বাহ্যিক
জাঁকিয়ে বসা গ্রীষ্ম শীতে,
          কাঁপতে থাকে বাঁচা
প্রাণের ভেতরে প্রাণ খুঁজছে,
           আত্মারামের খাঁচা।
আমার জন্য তোমার দুঃখ
          তোমার জন্য আমারও
প্রাণের কায়েম সবাই করে
          ধ্বংস সুখের সিতারো।