একবার চলো সর্ষে ক্ষেতে
হলুদ মেখে আসি
বাতাস ঢেউয়ে মন খেয়ালে
শীতের দেশে ভাসি।


ছোটো ছোটো ফুল ফুটেছে
সারাটা মাঠ জুড়ে
হলদে রঙের আকাশ মেশে
দেখব আমরা ঘুরে।


মাঝে সরু আল চলেছে
দিগন্ত খুব দূরে
হাঁটব চলো শিশির ঘাসে
গাইব মেঠো সুরে।


গ্রামের বাড়ি তালের সারি
সর্ষে ক্ষেতের পাশে
মৌমাছি আর প্রজাপতি
ওই দেখো ওই আসে।


সর্ষে ফুলের রঙ বাহারে
মনের বাড়াবাড়ি
এখানে আজ তেপান্তরে
আছে মনের বাড়ি।