পুকুর ধারে কলমী শাক আর
আছে পুঁইয়ের মাচা
কিচিরমিচির শালিক পাখির
পুচ্ছ তুলে নাচা,


হাঁস ও মোরগ খড়ের আঁটি
আছে ঘুঁটের গাদা
রাস্তা দিয়ে হাঁটতে গেলে
লাগবে পায়ে কাদা।


ঝিলের জলে শ্যাওলা ঝাঁঝি
মাছ কিলবিল করে
মাঠে ঘাটে নানা ফুল আর
ফসলে যায় ভরে।


সবুজ পাতার আলো ছায়া
পাবে পথের বাঁকে
ধানের ক্ষেতের আকাশ নীলে
ডাহুক বকের ঝাঁকে।


সরু আলপথ তালের সারি
এ সব পল্লী কথা
শীতল বাতাস মাটির বাড়ি
ঘুচায় মনের ব্যথা।