সত্যের সাথে সাথে অপ্রিয় ঘোরে
সহ্য হয় না তাই গলা ছাড়ে জোরে
প্রিয় হীন ঘরখানা বাতাসে হেলান
ভাবে না নষ্ট সকাল ওই দিনমান।


সত্যের মুখোমুখি এক কি দুজন
বাদবাকি জয়ধ্বনি মেনে নেওয়া মন
ঠাঁই খোঁজে সুন্দর সত্যের পরিণতি
আজও আমরা তাই জীবনের গতি।


দাঁড়িয়ে কিছু কিছু বিন্দাস বয়ানে
মুখের উপরে মুখ ক্ষুব্ধ খতিয়ানে
আপন দূরত্বমুখী দূর আরো দূরে
একা বৈতরণী পার ঢেউ সম্মুদূরে।


ভাবুক না ভাবুক, সত্য তবুও সুন্দর
হৃদয়ে নাড়া দাও বুঝবে তার অন্তর।