গাড়ি বাড়ির স্বপ্ন আমিও দেখি প্রজন্মকে দেখাই
এই স্বপ্নে আছে নিশ্চিত খাওয়া পরার স্পষ্ট লড়াই
তাড়াতাড়ি যেতে না পারলে কি করে তোমার পাশে
তোমার কষ্ট দুঃখ ব্যথায় আমার আমি ভালোবাসে?
আমার স্থায়ী ঘর আমি না খুঁজে পেলে তোমার জন্য
আমার মনে বাসা বাঁধবেই গভীর কোন এক অরণ্য।


সুখের এসব তোমাকে করে দেবে রাস্তা পারাপার
এক বেলা খাইয়ে আমার প্রসন্ন মন করবে উপকার
দান খয়রাতে কোন চিন্তা না করে করবে পুণ্য অর্জন
এভাবে শান্তি আমার ঘর থেকে তোমাকে করবে দর্শন।