পশ্চিমে মুখ দাঁড়াই আমি
সূর্য ডোবে ধীরে
গোধূলি রঙ দিগন্তে ঐ
আসছে আবার ফিরে,
সারি সারি গাছের ফাঁকে
লাল রঙিনের আলো
পাখিরা সব ফিরছে ঘরে
দেখতে লাগে ভালো।


দূর আকাশে মেঘের পারে
রূপ অপরূপ দেখা
বিকেল শেষে ঘরে ফেরা
আর আমি নয় একা,
দিকে দিকে হচ্ছে আঁধার
যেন রাতের আসা
দিনরাতের এই জীবন চক্র
ছড়ায় ভালোবাসা।