মধুমাসে মধুর মত
লিচু কাঁঠাল আম
অপূর্ব তার স্বাদের বাহার
মন ভরে যায় করে আহার
সাথে কালো জাম।


চারিদিকে ম ম গন্ধ
ছড়ায় পাকা ফল
রসালো তাই মনটি ভরে
পরিমিত খেলে পরে
বাড়ায় দেহের বল।


হাট বাজারে বিক্রিবাটা
চলতে থাকে বেশ
আপ্যায়নের ফলাহারে
উৎসবে ডাক দেয় সবারে
আমাদের এই দেশ।


জামরুল আতা আর সবেদা
এই সময়ে পাই
এত ফলের এত স্বাদে
গ্রীষ্ম কাটে খুব আহ্লাদে
যার তুলনা নাই।