কোন জীবন হয় না স্বাধীন
বাঁধন থেকে যায়
তারই মাঝে আকাশ আলো
মুক্তি খুঁজে পায়।


সামাজিক পথ আইনে দেশ
মানুষ পরিচয়
দম্ভ ক্ষমতা নিচ্ছে কেড়ে
অধিকারের ভয়।


অধীনতার যুগ যন্ত্রণা
জীবন খাঁচা পথ
দরজা খুলে এই পৃথিবী
বলবে নিজের মত।


পাখির মত নদীর মত
আকাশ উড়ান মন
বাতাস হয়ে মাটির বুকে
রাখুক বাঁচার পণ।