ভুল করে তুমি এই পথে এসে
মনকে দুষছ কালো
গহীন গহন গুহার বাইরে
ওই দেখা যায় আলো,


স্বপ্ন ওখানে সাজানো গুছানো
ফেরিওয়ালার বেশে
মুক্তির পথে আছে দিশা কত
দিগন্ত ভালোবেসে।


ছেড়ে দিতে পারি পাথরের গড়া
ভাঙা মন্দির খেলা
ওখানেই আছে স্বপ্নের সোপান
শুধু মানুষের মেলা।


আবার বসেছে সূর্য কিরণে
স্বপ্ন রাঙানো প্রাণ
অস্ফুটে বলা হৃদয় কথায়
গাইছে জীবন গান।  


রোজ ফেরি করে নবীন সকাল
মোহিত রঙের হোলি
আলোর ফুলকি কিশলয় হয়ে
ফোটায় মনের কলি।