বয়স কত? আশির মত
দেখব না আর ফিরে
বেশ করিব নাচব গাইব
তোদের তাতে কি রে?


ফোকলা দাঁতে ব্যথা হাতে
লেংচে চলব পায়ে
চোখে ছানি এ মনমানি
রাখব জীবন বাঁয়ে?


কলপ চুলে অসুখ ভুলে
বারণ সবই খেতে
আমি এমন খুশির জীবন
নেব মাথা পেতে।


ওষুধ খেয়ে পথ্য পেয়ে
দাঁড়াই আমি উঠে
শরীর তাতে বইলে খাতে
বলব না মুখ ফুটে।


বয়স বাড়ার থোড়াই কেয়ার
করব হিসেব কেন
এই তো জীবন ভোগেই বরণ
করতে পারি যেন।