সুখ যে নেই তা তো নয়, চারপাশে যা ঘটছে
সে তুলনায় আমার দুঃখ আমাকে নিয়ে ভাবছে।
অনেক রাত, কম্বল গায়ে শুয়ে পড়েছে অন্ধকার
পাশে তার আলো থাকে আশ্বাস দিয়ে বারবার।


আনন্দ যে নেই তা তো নয়, উৎসবে চারদিক
মানুষের মন মুড়ে ফেলেছে খুশি খুশি সার্বিক।
সোজা হেঁটে যায় একা একা ঠিকানাবিহীন পথ
খেয়ে অথবা খাইয়ে যে যার টেনে চলেছে রথ।


মানবিকতা নেই তা তো নয়, চোখে যা দেখছি
ঠেলছে অনেকে তবু আমি কি কাওকে টেনে তুলছি?
গর্তের ভেতরে আরো গর্ত যতই হোক সাজানো
অনেক হাত বাড়ানো থাকে যেমন তুমি রাঙানো।


শান্তি যে কোথাও নেই তা তো নয়, রূঢ় বিনিময়
আমাকে ধীর স্থির করে গড়ে নি আমার অভিনয়।