মনের জমতে থাকা ঘন কালো মেঘ
আকাশ জুড়ে দাপায় অশনি দাপট
আমার আমি কাঁপন অধরা আবেগ
নাড়িয়ে তুমি আমাকে মারছে ঝাপট,
তার চেয়ে বৃষ্টি নামা আমার সবুজ
রৌদ্র ছায়া খেলা খেলা হোক সাধারণ
চিনুক তোমার চেনা আমার অবুঝ
কাটিয়ে বিষন্ন বেলা রাগ অকারণ।


মেঘ মেঘ কাশ রাঙা আমার অরণ্যে
দিন রাত মন সঙ্গী রিমঝিম পাখি
তুমি ভেলা মিষ্টি মধু হৃদয় বরণ্যে
নীড়ে ফেরা হাসি রাশি আমরা বিবাগী,  
তুমি দেখা আমি দেখি বন্ধন আকাশে
মেঘ বৃষ্টি রৌদ্র ছায়া বসন্ত আভাসে।