যারা দাঙ্গা বাঁধায় তাদের ডাকে কে
উস্কানি দিয়ে সে তো থাকে অলক্ষ্যে,
পাওনা গণ্ডায় পিছিয়ে পড়া বুঝিয়ে
ক্রমাগত মগজ ধোলাই যায় চালিয়ে;
গোষ্ঠী চেয়ার তার থাকে শক্ত পোক্ত
বাধ্য সাধারণ হয়ে যায় তারই ভক্ত।


এভাবে জাতপাত ধর্ম আস্তানা গেড়ে
সাধারণকে করে দেয় দাবার বোড়ে,
কপচানো দল যারা চেষ্টায় নিরপেক্ষ
তারাও ভাগের ভালো হয় নিদেনপক্ষ।
ভণ্ড অলীক আর তোল্লা নাড়ে ধর্মকল
অদৃষ্টের দেখিয়ে ভয় থাকে সে সচল।


রাষ্ট্রের শান্তি চাওয়া আকাশ দেখুক
কর্মের সম্প্রীতি মানস এবার বাঁচুক।