জীবন হল ভাঙা গড়া
আশা যাওয়ার খেলা
এই পৃথিবী রঙ্গ মঞ্চ
জীবন হাটের মেলা।


এই তো শুনি কলরবে
মেতে ওঠে পাড়া
আবার দেখি শ্মশান নীরব
পাই না কোন সাড়া।


একুল ভেঙে ওকুল গড়ে
জীবন নদী চলে
পাড়ে বসে সময় যা পায়
ভিড়ে দলে দলে।


দোহাই দিয়ে এ সভ্যতার
উন্নতি যে পথে
ক্ষমতা সব ভাঙছে দেখো
আগ্রাসনের মতে।