ভাষা মানে মত বিনিময়
যে যার নিজের কথা
মুখ ফুটে যা বলতে পারা
দুঃখ কষ্ট ব্যথা।


ভাষা মানে বর্ণমালায়
পড়াশুনা করা
জ্ঞান সাগরের অনুভবে
নিজের জীবন গড়া।


ভাষা মানে মায়ের ডাকে
কোলে এসে বসা
প্রাণ ভরে শ্বাস গুনগুনিয়ে
ইচ্ছে শব্দ চষা।


মাতৃভাষা মনের দরজা
খুললে আকাশ আলো
অন্য ভাষা ছড়ায় তাতে
বিশ্ব মাঝে ভালো।


ভাষা মানে আমার কাছে
সেরা বাংলা ভাষা
সাহিত্য আর শিক্ষার আলো
পরম ভালোবাসা।