ভেতর বাড়িতে রোজ যাতায়াত তবু অচেনা
নিজের ঢাক নিজে পেটায় কড়ি দিয়ে কেনা
বোধের ভেতর বোধ মিশিয়ে অহং সর্বনাশা
রাতদিন সেই নেশাতে খেলছে জীবন পাশা।


ওরে বাপু কি পেয়েছিস? ঝোলার ভেতর কি?
শেষ বেলাতে সেই তো পেলি পান্তা ভাতে ঘি
বড়াই করা ভাঙা খেলায় একলা একা রাজত্ব
ঘর পেরিয়ে বাইরে ঘরে কেন ছড়াও বিষত্ব?


কি যে চলছে গাঁট গুনে না বলা সব কথার কথা
মঞ্চ জুড়ে আঁধার আলোয় তারই মূর্তি যথা
ভাবছে অহং ওই তো যারা সবাই বশংবদ
তারাই যে হায় পতন সমা দিনের মোহ মদ।


জল গড়িয়ে জলের ধারা নীচে আরও নীচে
এগিয়ে আমি সবাই দেখি সবার পিছে পিছে
উঠছে দিশা ধাপে ধাপে পর সকলের দল
অহংকারের মূখোশ মুখ কর্ম যেমন ফল।