জীবন এত নয়তো সহজ
গর্বের হেলাফেলা
যা ইচ্ছে তাই করতে গিয়ে
করছো ছেলে খেলা?


যখন যেটা করার বয়স
অধ্যবসায় ভুলে
উদ্দাম সুখে বিন্দাস ভোগে
থেকেছে মুখ তুলে।


নিজের ক্ষতি অন্যের ক্ষতি
উশৃঙ্খল পথ চিনে
ঠোক্কর খাওয়া বুঝতে শিখলে
মোক্ষ জীবন বিনে।


রক্ত গরম শুধরে নেওয়া
বাজলে বুকের মাঝে
হয়তো আবার নিজের জীবন
নিজেকে ঠিক সাজে।


ভেঙে গেলে ভুলের বোঝা
উঠে দাঁড়ায় আশা
অনুতাপের হৃদয় টুকু
দেয় যে ভালোবাসা।