আসলের হাত ধরে গড়ে ওঠে ভু্য়ো
আসল প্রশ্রয় দিয়ে খেলে যায় জুয়ো,


কে জানে কেমন করে গড়া হয় মূর্তি
আধো শিখিয়ে আসল করে যায় স্ফূর্তি!


ভু্য়ো যদি ঠেকে যায় দেয় সব গুলিয়ে
ফাঁক খুঁজে আসল, দেয় সূত্র মিলিয়ে।


মাথার উপরে হাত তাই আসর জমায়
ভু্য়োরাও একদিন একত্র হয়ে যায়।


এভাবেই ভুয়োদের নানা সুরে গান
সমাজ জুড়ে বাড়ায় স্বতন্ত্র সম্মান।


মূর্তি খোঁজে আসল, ভু্য়ো কে বা কে?
হতচ্ছাড়া সৃষ্টি গালি দেয় প্রফেশনাকে!!