এমন শান্ত স্নিগ্ধ ধরাতে,
কেউ কী পারে তব বিব্রত রহিতে?
গড়িল ঈশ্বর কিংবা প্রভূ তব,
গরিলাম মোরা, বলে এ শ্রেয় কী মোরাই লব?
হয়ত বা ঠিক, বা নয়,
এ ধরা আশ্চর্য, এমনটাই হয়।
তবুও মানিয়ে নেই সব,
শত মানুষের উঠুক না রব।
এ ধারা যেন অব্যাহত দীপ্তমান,
সবাইকে দিতে হবে তার যথার্থ মান।
তাই বলি সবে, হোয়োনা বিব্রত, হোয়োনা দিশাহারা,
স্মরনে রাখিবে তব এই বিশ্ব-সারা।
মনের দুয়ার তবে খুলে খুলে দাও হে,
গাও তব বিশ্বের জয়গাথা জয় হে।।