এক খানি নিভানো বাতি, যেন চায়না চাহিতে,
ভালোবাসে শুধু মুখ ফিরায়ে রহিতে।
আশা বেদনা, যেন শেষ হল আজ,
হারায়েছে বেদনা, হারায়েছে সব লাজ।
এক জগত হতে পাড়ি, যেন অন্য জগতে,
সে জগতে থাকিবে চীর, পারিবেনা ফিরিতে।
কাম লোভ লালসার সব হিসাব হবে,
সমস্ত হিসাবের তব জবাব দিতে হবে।
নাইকো সুখ সেথায় দুঃখ, আছে কেবল ছেয়ে,
পাপকর্ম যাবে কোথায়? সবই হিসাব নিয়ে।
পাপে পাপ জর্জরিত এই ভূ-মাঝে,
তাতেই বুঝি কালো এত নিস্তব্দ সাঝে।
সকালের আলো যেমন, মুছে দেয় কালো,
সেই আলো সবে, মনে মনে জ্বালো।
হানো পাপ কর পুণ্য, ত্যাগো তব কামনা,
মুক্তির স্বর্গ পাবে সবে, পূর্ণ হবে বাসনা।।