প্রচণ্ড শীত, যেন হাড় হিম হয়।
কখনো মনে মনে ভাবি পুর দিন-
ভালই তো ছিল শৈশব, যখন সারাদিন-
মাঠে, ঘাটে, রোদে, শীতে কাটাতাম সারাদিন।
এখন হয়না আর, কি জানো বুঝি,
হারিয়ে গাছে সব দিন আজ।
আজ আমি তরুন, আজ আমি ত্রিশ।
খেলাটা হয়না তেমন, কাজের বোঝা আছে খুব।
তাও জানিনা কেন! মন বঝেনা, চায় শুধু উরিতে,
মুক্ত আকাশ, মুক্ত বাতাস, যেতে সব ছাড়িয়ে।
বুঝি আর নেই সেই স্বাধীনতা, নেই সেই উদ্দাম।
সংসারের চাকাবিহীন গাড়ি টে’নে রক্ত জল আজ।
তাই বুঝি পাইনা সে জোর, সেই উদ্দাম।
হাড়িয়ে যেতে পারিনা, তবুও হাড়িয়ে যাই অতলে।
পাইনা সেই আলো, যা রাখবে মন ভালো।
নিজের শখ ভুলে সবার লাগি নিয়জিত প্রান,
নেই দুঃখ, নেই বেদনা, শুধু ভাবি মনে মনে,
আমি থাকি না থাকি, সবাই তো সুখে আছে।।