প্রান্তর যে নীল, তবু কেন এ মেঘ?
অন্তর করে দুরু আজি মোর।
ভাঙ্গে যেন মন, খান খান শব্দে-
এ শব্দ কি তুমি, পাওনা শুনিতে?
রও শুধু মুখ ফিরায়ে, দিয়েছ যেন বিদায়ে-
সমস্ত ভালোবাসা মোর, নিংড়ে এই অন্তর,
করেছ শুধু ছলনা, তবুও যে তুমি বলনা-
ভালোবাসি, ভালোবাসি শুধু তোমারে।
তাই বুঝি মোর অন্তর, রয়েছে সেই প্রান্তর,
খোঁজে এক মুখ, সে কই? সে কই জানিনা।
হয়তোবা ভালোবাসে, রয়েছে সে বসে,
তাই অন্তর, করে দুরু আজি, মোর...।
জানি কোন ভয়ে! ভিত থাকি বলে।
To be continued