যখন রজনী নামে আমাদের প্রেমের ভূমিতে,
রাতের তারারা যেন নেচে ওঠে আমাদের সাথে।
তোমার বাহুতে আমি ছুটে যাই ভালোবাসা নিতে;
ঐশ্বরিক ভালোবাসা হৃদয়কে আলো দেয় রাতে।


আমার জীবন তুমি, তুমি প্রেম, তুমি ভালোবাসা;
তোমার ঐ মোহনীয় হাসিমুখে খুঁজে পাই জ্যোতি।
দিয়েছো অনেক প্রেম, পূর্ণ হলো জীবনের আশা;
তোমার নিষ্পাপ হাসি, ওষ্ঠদ্বয় আমার নিয়তি।


আমাকে দিওনা যেতে, ধরে রাখো সর্ব শক্তি দিয়ে;
আলতো চুম্বন করো প্রিয়তম! তুমি প্রেয়সীকে।
আমার অমৃত সুধা সব কিছু, পান করো প্রিয়ে;
একসাথে এক হয়ে উড়ে যাই অসীমের দিকে।


ভালোবাসা নেচে ওঠে দু'জনের রক্ত ও শিরায়।
পরম আনন্দ সুখে এভাবেই রাত কেটে যায়।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ।
ইংরেজি: ২১শে এপ্রিল, ২০২৪।