বৈশাখের দাবদাহে জনারণ্য দাউ দাউ করে
জ্বলে পুড়ে ভস্মসম, পালাবার কোনো শক্তি নেই।  
ভোটের রাজনীতিতে সৌজন্যতা তিলে তিলে মরে;
মানবতা বাকরুদ্ধ, ভাষারাও হারিয়েছে খেই।

দুর্বিষহ তাপমাত্রা উর্দ্ধমুখী হচ্ছে দিন দিন;
স্বস্তি নেই সুখ নেই শান্তি নেই ঘুম নেই কারো।  
কর্মহারা নাগরিক রাজপথে আজ দিশাহীন;
মিথ্যাবাদী গালিবাজ উম্মাদিনী নেত্রী বঙ্গ ছাড়ো।

বোধের জঙ্গলে আজ ছড়িয়েছে ক্রূর দাবানল;
বুদ্ধিজীবী ভীতিগ্রস্ত, প্রতিবাদ নেই কারো মুখে।
প্রতারক মন্ত্রী তুমি, দেখিয়েছ কত ছল বল;
আর নয়, দিন শেষ, কারাগারে মরো ধুঁকে ধুঁকে।

আগুনের লেলিহান শিখা আজ জ্বলে চারিদিকে;
দাবদাহে মিথ্যারাজ একদিন হয়ে যাবে ফিকে।

© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ।
ইংরেজি: ১লা মে, ২০২৪।