তোমার সুন্দরতা কি গ্রীষ্মেরই মতো?
না, তুমি মধুরতর; বেশি মনোরম।
বাতাসে ঝরে - মে মাসে ফুল ফোটে যত;
আর গ্রীষ্মের স্থায়িত্ব বড়ই যে কম।


বাড়ায় স্বর্গের আঁখি তাপের তীব্রতা;
কখনো বা তার দীপ্তি হয়ে ওঠে ম্লান।
হারায় প্রতিটি বস্তু তার সুন্দরতা;
প্রকৃতির নিয়মে তা হয় না অম্লান।


তোমার চির গ্রীষ্মের কোন ক্ষয় নাই;
সৌন্দর্যও হারাবে না তার অধিকার।
মৃত্যু পাবে না তোমাকে তার সীমানায়;
আমার কাব্য জীবন দেবে বার বার।


যতদিন পৃথিবীতে লোকে নেবে শ্বাস
ততদিন তোমারও হবে না বিনাশ।


           -------------


          ©দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২৬ শে আশ্বিন, ১৪২৪
ইংরেজি: ১৩ই অক্টোবর, ২০১৭।


***এটি শেক্সপিয়রের ১৮ তম সনেটের ভাবানুবাদ তিনটি চতুষ্ক ও একটি সমিল দ্বিপদিকা এই সনেটে বিদ্যমান। মিলবিন্যাস — কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ।


***ছন্দ: অক্ষরবৃত্ত। পর্ব: ৮ ও ৬ মাত্রার।


*গ্রীষ্ম: শেক্সপিয়রের মাতৃভূমি ইংল্যান্ডে গ্রীষ্মকাল বসন্তের মতো মনোরম।