মনের কোনে আনন্দের রেশ
ছোট্ট শিশুর মুখে শুনতে লাগে বেশ,
না বোঝা কথা-অর্থে পরিপূর্ণ
দুঃখের দুনিয়া হয় নিমেষে শূন্য।


অনেক না পাওয়ার মধ্যেই, তোমার মুখের,  ''.. অনেক ভালোবাসি ' '
আর প্রতিশ্রুতি থাকবে পাশাপাশি ।
যেন চাঁদ-সুর্য্য মিলিত হলো এক লহমায়
প্রমান হলো সত্যিকার ভালোবাসার মহিমার।


নিশাচরের ন্যায় খুঁজেছি সফলতা
পেয়ে ও ছি, সম্বলে বেড়েছে লতা।
ছোট্ট নীরের নির্ভরতা জুগিয়েছি
আর শয্যাটা পুস্পে সাজিয়েছি।


সমস্যার সমাধানে আত্মহারা প্রথমবার
হয়েছে আনন্দের হাহাকার ।
সহজ ছিল, জটিলটা দিয়েছি বাদ
সেটা হলে করতাম নিশ্চুপ আর্তনাদ।


সময়ের বেড়াজালে পেতেছি ফাঁদ-অ
তবুও শান্ত সবই আনন্দ।
নিথর প্রস্তরের ন্যায় হলাম যাত্রী
এখন দু-নয়নে শুধুই রাত্রি।