কয়েক ঘণ্টার ব্যবধানে ফুটবে ভোর
শান্ত হবে নিষ্পাপ জীব, স্বার্থপরের কোলাহলে।
ক্ষমতা দখলের লড়াইয়ের তেরী হবে নতুন মোড়,
ভেসে উঠবে জগতের জলছবি দিবাস্বপ্নের মহলে।


দুর্গের দূরত্ব মাপবো আজ
তন্দ্রাচ্ছন্ন নীলাকাশকে রেখে সাক্ষী,
তাতে পড়লে পড়বে বিনা মেঘে বাজ।
তবে বদনামের রঙে দিয়ো নাকি ফাঁকি।


সম্পর্কের বাঁধনে হলাম বন্দি
ছিন্ন ভিন্ন নিজের স্বপ্নে,
স্বাধীনতার অবসরে গুমরে গুমরে কাঁদি
যেন পরাধীনতা গ্রাস করেছে নিজেরই মননে।


আবার হতে চায় মুক্ত
জয় করে শত বাসনা সুপ্ত।।