আমার একহাতে কবিতার বই
আরেক হাতে মারণাস্ত্র;
হে পাঠক, কোনটা তোমার চাই ?
কবিতার গুচ্ছ আর বন্দুক নিয়ে
তোমার কাছে হাজির হয়েছি
তোমার ভালবাসা যে আমি চাই ।
কবিতা থেকে যদি রস
আহরণ করতে পার, তবে
সুখের সাগরে ভাসবে ।
কিন্তু বন্দুককে সাথী করলে
তোমার বা অন্য কারো
পরানটাই হয়তো যাবে ।
কবিতায় খুঁজে পাবে
জীবনের সার্থকতা,
লাভ করবে আনন্দ ও শান্তি ।
অস্ত্রকে সাথী করলে
পাবে খালি অশান্তি ।
হে পাঠক,তুমি নিশ্চয়ই জানো
কবিতার সৃষ্টি হয় প্রেম থেকে
আর অস্ত্রের সৃষ্টি হয় বিদ্বেষ থেকে ।
একটি কবিতা শত সহস্র
লক্ষ অস্ত্রের চেয়েও দামী ।
কবিতা জনক হয় শত, সহস্র
লক্ষ অস্ত্রধারীর থেকেও নামী ।
হে পাঠক, তোমাকে দিলাম
কবিতার গুচ্ছ, আর অস্ত্রগুলি
ফেলে দেবো  নদী, সাগর
বা মহাসাগরের জলে ।
তুমি আমার, আমি তোমার
এ কথা ভুলবোনা যে কোনকালে ।