আমার মন এক সাগরের বেলাভূমি;
ঢেউ এর পর ঢেউ আমার মনে আছড়ে পড়ে ।
নানান ধরনের ঢেউ ,নানান চিন্তার ঢেউ,
কিন্তু এতটুকু দাগ রেখে যায়না মনে ।
তাইতো আমার মন এতো নির্মল, এতো প্রফুল্ল ।
ঢেউ এর শুভ্র ফেনিল শোভা দেখে
আমার মন হয়ে উঠে পুলকিত ।
সূর্যোদয়ের আলোয় ঝিকিমিকি করে ঢেউগুলি,
হীরার টুকরার মতো ছিটকে ছিটকে পরে ।
মনে মনে ভাবি,যদি উপহার দিতে পারতাম
সব্বাইকে, এক এক ব্যাগ ঢেউ ।
স্মৃতিগুলি জমা হয়ে থাকে
মনের এ্যালবামের বিভিন্ন ফটোতে ।
ঢেউ গুলি কখনো কখনো
এই মন সাগরের বেলাভূমিতে
রেখে যায় দুই একটি ঝিনুক ।
যদি চেষ্টা কর, তবে হয়তো পেতে পারো
সেই ঝিনুকের ভেতরে মুক্তো ।
তোমরা কেউ চেষ্টা করে দেখবে কি ?