তোমার কবিতা আমার
একটুকুও ভাল লাগেনা ।
তুমি আর আমাকে কবিতা
শোনাতে এসো না ।
তোমার লেখা কবিতা ?
সে তো কতকগুলো
সুন্দর সুন্দর  শব্দের ফুলঝুরি ।
সেই সব এলোমেলো
শব্দের বাহার থেকে
খাঁটি জিনিষ খুঁজে
বের করতে গিয়ে
আমি বারে বারে হোঁচট খাই ।
হতে পারে আমার অজ্ঞানতাই
এর জন্য দায়ী ।
পেটের ক্ষুধার রসদ
পকেটে থাকলেই
এই পৃথিবীর সব কিছুকেই
মনে হয় কবিতা ।
আচ্ছা, কবিতা দিয়ে কি
মুড়ে দিতে পারবে
আমাদের এই ক্ষুধার
পৃথিবীটাকে ?
কবিতা দিয়ে কি
দূর করে দিতে পারবে
মানুষের দুঃখ বেদনা
ও অসন্তোষকে ?
সেদিন কি কখনো আসবে
যখন মানুষের মুখে মুখে
শুধু কবিতার খই ফুটবে ?
নিজের কর্ম প্রচেষ্টায়
মানুষ যা কিছু যোগাড়
করতে পারবে তাতেই
সন্তুষ্ট হয়ে শুধু কবিতা নিয়েই
আত্মমগ্ন হয়ে থাকবে ?
পৃথিবীর সকল সমস্যার সমাধান
মানুষ খুঁজবে
বন্দুকের মাধ্যমে নয়,
কবিতার মাধ্যমে ?
   ----------