কবিতায় কল্পকথা
খেয়ালের খাতা
গঞ্জনার গান
ঘৃণিত ঘ্রাণ।
চিরায়ত চাওয়া
ছিন্নতার ছোঁয়া
জীবনময় জরা
ঝঁঝাট ঝরা।
টালবাহানা টুকটাক
ঠকবাজী ঠিকঠাক।
ডামাডোল ডাকাডাকি
ঢক ঢাকাঢাকি।।
তমসা তাকায়
থমকে থাকায়
দীনতার দ্বারে
ধৃষ্টতার ধারে।
নষ্ট নীড়ে।।


প্রতীক্ষার পরে
ফের ফিরে
বিরহ বেদনায়
ভগ্ন ভাবনায়
মিলন মধুর
যতন যতদূর
রঙীন রাতে
লব্ধ লীলাতে
শেষ শলাকায়
ষোলকলায়
স্তব্ধ সাতকাহন
হিয়া হরণ।।



বিঃদ্রঃ ব্যঞ্জনবর্ণক্রম (শব্দের আদ্যোক্ষরে বসে না এমন বর্ণ বাদ দিয়ে) ঠিকরেখে লেখার অপচেষ্ঠা।।