কে আমি?
আমি তম:
হে প্রিয়তম।
তোমার সামনে কেন দাঁড়িয়েছি?
না! আমি নই।।
যুগান্তরের ঘূর্ণিপাকে তুমিই আবার-
আমার পথে এসেছো।
কিসের মানে?
কে জানে!
আমি তো এখন কালের গভীরে ডুব সাঁতারে মগ্ন।
তোমাতে নই!!
কোথায় যাবা?
যে নীলিমা বিদ্ধস্ত করেছো তুমি-
তা আর সাজানোর স্বপ্ন দেখ না।
শুধু গুনতে থাক দিন।
এক দুই তিন।
নি:শ্বাস নাও।।নিঃসঙ্গতার ভারে।
আবার আমাকে ফিরিয়ে দিবে?
কেন?
আমি তো মরেই গিয়েছিলাম-
প্রথম মৃত্যুর আগে।
আবার কেন??
পারলে নিজেই বেঁচে থাক।
আমার মাথায় ভর দিয়ে কেন!
নিজের পায়ে ভর দিয়ে বাঁচো।।