১.
স্বপ্ন ভাঙ্গার শোকে
পাথর বেঁধেছি বুকে।
হয়তো আরো আছে বাকি
তবু স্বপ্ন বুনার স্বপ্ন দেখি।।


২.
ভাবনাগুলো আমার থাকে অগোচর।
স্বার্থের এ জগতে কেবল আমিই স্বার্থপর।।


৩.
কার ভুলে?
বেদনার নীলে!


৪.
বারে বারে তবু আসবো ফিরে
আমার বাস্তবতা যে তোমাকে ঘিরে।


৫.
ভাবনা তবে এবার পাক অবকাশ,
নীরবতা হোক আমার দীপ্ত প্রকাশ।


৬.


আমাকে কোন রেখার ওপারে রেখে
তুমি হেঁটেছো বহুদূর।
আটকে আছি আমি অমানিশা দেখে
তুমি দেখেছো ভোর।।