অপার সুখের স্রোতে আজ ভাসছো তুমি
আর অবারিত আনন্দধারার মাঝে আজ-
হারিয়ে গেছে তোমার কিছু অনুভূতি;
আমি তাই এখনও তোমার বোধগম্যতার বাইরে।
তবে জেনে রাখ।একদিন হবে তোমার-
বোধোদয়... হবে ছন্দপতন!!


কি ভাবছো?
অভিশাপ দিচ্ছি!!জেনে রাখ তবে-
আমি না! আসন্ন বাস্তবতাই হবে তোমার অভিশাপ।।


তোমার আজকের এই আনন্দ-বেদনার কাব্য
একসময় হয়ে যাবে সার্থক কোন ট্র্যাজেডি
আমি বিনে তোমার ক্ষণিক সুখ প্রাপ্তি
হবে কোন ক্ষণে তোমার বেদনার উৎস আর অতৃপ্তি।


কি ভাবছো?
আমি তখন হাসবো!!জেনে রাখ তবে-
আমি না!পরিহাস করবে তোমার সময়।।


চারপাশ শূণ্য হয়ে যাওয়ার অনুভূতি
ঠিক আমারই মত স্পর্শ করবে তোমায়;
উপলব্ধি করবে ভরসাহীন হবার কষ্ট
তিলে তিলে ধারণ করবে অসহায়ত্বের যন্ত্রণা।


কি ভাবছো?
কেউ তোমার পাশে থাকবে?জেনে রাখ তবে-
নাহ!এটা তোমার অজানাই থাক।
আমি বলার কে?!বলবে সব তোমার সময়।।
আর তুমি সেটাকে বলবে- 'অসময়'!!


রচনাকালঃ ০১/১১/২০১২