১.
(আগে)
তুমি ওখানে মগ্ন
আমি এখানে ভগ্ন।


(পরে)
তুমি ব্যস্ততায় মগ্ন ওখানে
আর ক্ষণিকের শান্তি এখানে।।


২.
নির্ভয়ে দুর্বার
নির্ভরে নির্ভার।


৩.
চেয়ে থাকি আমি অপলকে
পথ পানে;
অন্তত একটা ভোর হোক
তোমার ঘ্রাণে।।


৪.
'বেঁচে আছি' বলা মানে ভাল থাকা নয়।
'ভাল আছি' বলে কেবল ভাল থাকার অভিনয়।।


৫.
প্রাণ এক রূপ দুটি
মানুষ আর গিরগিটি।।


৬.
প্রেম আর প্রীতি
প্রত্যাশার তরু
ভাল থাকার ইতি
যন্ত্রণার শুরু।।