আমরা যেন যন্ত্রমানব হয়ে পড়ছি;
মৃত্যুর খবর গুলো শুধু শুনি,আর-
দীর্ঘশ্বাস ফেলি; আর কত?
মানুষ মরছে তো মরছেই...নিষ্পাপ প্রাণগুলো।।


লঞ্চ ডুবে মরছে।
সড়ক দুর্ঘটনায় মরছে।
পাহাড় ধ্বসে মরছে।
ফ্লাইওভার ভেঙ্গে মরছে।।
আগুনে পড়ে মরছে।
ভবন ধ্বসে মরছে।
মানুষ মানুষকে মারছে।


মানুষ মরছে তো মরছেই...নিষ্পাপ প্রাণগুলো!!


সামান্য কিছু টাকা; সমবেদনার বিনিময়ে-
কিনে নিচ্ছি আমরা লাশগুলোকে!
তো...দীর্ঘশ্বাস ফেলেই বা কী লাভ??
এসব তো আর বদলাবে না...
এসব মানুষ তো মরবেই!
নিরীহ মানুষ না এরা?!


বড় জোর তিনদিন মাতামাতি, শোক প্রকাশ;
ওমুকের তমুকের ওপর দায়ভার চাপানো;
কারো কারো দোষীদের আড়ালের চেষ্টা...এই তো!!
সাংবাদিকদের দৌড়ঝাঁপ; টিআরপি'র খোঁজে সংবাদ মাধ্যম।
মৌন মিছিল,মানব বন্ধন।।
শোক সভা,তদন্ত কমিটি..এই যা।।
দায় শেষ।।আর কে কিসের খবর রাখে।
বাতাসে মিশে যায় অসহায় পরিবারগুলির আর্তনাদ।
সব হারিয়ে যায় আবার নাগরিক কোলাহলে।।


আবার এক সময়-
ঘটে যাবে আরেকটি দুর্ঘটনা (নাকি হত্যা!!)!
হয়তো নতুন কোন উপায়ে!


মৃত্যু আজ এত সহজ...
প্রাণের দাম এতোটাই কম...
কে জানে(!) আমার পালাও হয়তো আসছে...!
কে দেবে(!!) আমাকে আজ স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা?!


রচনাকালঃ ২৪/০৪/২০১৩