১.
কিছু কথা কাউকে বলা যায় না;
আবার লিখাও যায় না,
মনের কুঠরে লুকিয়ে থাকে শুধু
আর পীড়া দেয়।।


২.
কলমের কালি আজকাল থমকে আছে
আর কবিতারাও স্তব্ধ;
তোমার ছবিগুলো কেবল ফ্রেম বন্দী,
আর আমার অপলক দৃষ্টি আজ ক্লান্ত।।


৩.
যখন তুমি ছিলে
লুকায়িত ভালাবাসা প্রকাশ করি নি।
বুক চিরে দেখাতে ইচ্ছে করে আজ;
কিন্তু তুমিই নেই।।


৪.
পিন পতন নীরবতায় তোমার আওয়াজ কানে বাজে;
আর অসীম আকাশে ভাসে তোমার মুখ খানি।।


৫.
আজ নেই ভালবাসাবাসি
আছে শুধু অন্তরের টান;
আজ নেই অধিকার
তবু দুটো দেহ,একই প্রাণ।।


৬.
যুদ্ধ চলছে।মন আর চোখের দ্বন্দ্ব।।
মন চাচ্ছে ঘুমের রাজ্যে গিয়ে তোমাকে স্বপ্নে পেতে।
আর চোখ চায় জেগে জেগে তোমার আল্পনা আঁকতে।।


৭.
তুমি আমাকে ভালবাস
তোমার কাছে আমার আর ব্যাখ্যার প্রয়োজনই নেই।
আর যদি ভাল না ই বাস
তবে আমার ব্যাখ্যা তোমার বোধগম্যই হবে না।।


৮.
তুমি চলে গেছ।বুঝেছি তোমায় কত কষ্ট দিয়েছি।
ফিরে এসে বুঝে নাও।আমি কতটা কষ্ট চেপেছি।।


৯.
বালিশে মাথা রেখে তোমায় নিয়ে ভাবি,
ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে হারিয়ে যাই;
ঘুমের মধ্যে তোমায় স্বপ্ন দেখি।
ঘুম ভাঙে যখন,শুরু হয় আবার তোমারই ভাবনা।।


১০.
কে বলেছে এটা দূরত্ব?
এর নাম বিচ্ছেদ নয়!
ভাবনা জুড়ে সারাবেলা তোমার দৌরাত্ব্য।
তুমি চুপ।কষ্টকে করে জয়।।


রচনাকালঃ ৩১/০১/২০১২