১.
এই ব্যবধান হয় যত স্পষ্ট
আমি ততো হই পথ ভ্রষ্ট।


২.
তুমি চেয়েছিলে বলেই হয়তো বিচ্ছেদ হলো!
অপেক্ষায় আছি শুধু একবার তুমি বলো।।


৩.
ভালবাসা মানে যদি হয় মনের উচাটন,
তুমি তবে আমার সাধনা;ভাবনা সারাক্ষণ।


৪.
ভালবাসায় বিরক্তি আসে না
ভালবাসায় হয় না কেউ তিক্ত।
ভালবাসায় জোর খাটে না
ভালবাসা হয় ভাল লাগায় সিক্ত।।


৫.
বয়ে যায় ইচ্ছে নদী
মনের সহসা উচাটনে।
আর গতি বদলায়,যদি
বাস্তবতা আঘাত হানে।।


৬.
আমি প্রাণ খুলে
মিশে যাব
তোমার বেদনার নীলে।
রাঙিয়ে দিব
তোমাকে রঙীন আল্পনায়।
হারিয়ে যাব
শুধু তোমার ভাবনায়।


৭.
তুমি আবারো এসেছিলে
আমার দ্বারে।
নীরবে।।
দেখা দেই নি তবু।
অনুভব করেছি কেবল তোমাকে।।


৮.
আদি অন্তহীন
বিভ্রান্ত।
চারিদিকে অদৃশ্য পাহাড়।
সাধ্য আছে কার?
শান্তি খোঁজা!!
অসহনীয় কষ্টের বোঝা
ভারাক্রান্ত।
শ্রান্তিহীন।ক্লান্ত।।


৯.
কিছু অভিনয়
জীবন পানে।
সময় অপচয়
মধ্য খানে।।


১০.
লাল গোলাপ
অকালে চুপসায়।
বিরহ বিলাপ
শেষ বেলায়।।